আরব আমিরাত সরকার আগামী মাস থেকে অভিবাসীদের জন্য নয়টি নতুন ক্যাটাগরির ভিসা চালু করতে যাচ্ছে । এই ৯ টি নতুন ক্যাটাগরির মধ্যে রয়েছে মাল্টি এন্টি ভিসা । এই ভিসার মূল বৈশিষ্ট্য হচ্ছে ভিসাটি বের হবার পর প্রথম অবস্থায় 180 দিন পর্যন্ত আরব আমিরাতে অবস্থান করা যাবে কোন ধরনের জরিমানা ছাড়া ।






এই ভিসা পেতে হলে একজন ব্যক্তির আমিরাতের টাকায় 14,700 দিরহাম বাংলাদেশি টাকা কনভার্ট করে যত পরিমাণ দাঁড়ায় সেই পরিমাণ অর্থ দেখিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে ।
নতুন চালু হওয়া ভিসার মধ্যে অন্যতম হচ্ছে বিজনেস ভিসা যা কোনরকম স্পনসর্শিপে পাওয়া যাবে ।এছাড়া নতুন ক্যাটাগরির মধ্যে রয়েছে ভিজিট ভিসা.
এই ভিসার বৈশিষ্ট হচ্ছে আরব আমিরাতে প্রবেশ করার পর কোন ব্যক্তি যদি রেসিডেন্সি পারমিট নেই তাহলে ওই ব্যক্তির নিজের স্পন্সর হয়ে তার নিজের দেশ থেকে কোনো আত্মীয়-স্বজন বা কোনো ব্যক্তিকে কর্মী হিসাবে নিয়োগ দিতে পারবে ।






টেম্পোরারি work ভিসা এই ভিসার মূল বৈশিষ্ট্য হচ্ছে কোন ব্যক্তি চাইলে সাময়িক সময়ের জন্য কোন কোম্পানিতে বা কোন প্রজেক্টে সরকারি পারমিশন নিয়ে কাজ করতে পারবেন এবং সেই প্রজেক্ট বা কোম্পানির কাজ শেষ হবার পর তার ভিসা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে ।
ভিসা স্টাটিং এন্ড ট্রেনিং এ ভিসার বৈশিষ্ট্য হচ্ছে কোন দেশ থেকে কোন ব্যক্তি চাইলে লেখাপড়া বা ট্রেনিং করার জন্য আরব আমিরাতে আসতে পারবেন ।