আগামী ১৬ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে গ্র্যান্ডমা’স্টার দা’বা। টানা দুটো টুর্নামেন্ট হবে সেখানে। অন্যদের মতো আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানেরও সেখানে খেলার কথা।






কিন্তু এখনও ভি’সা না পাওয়ায় সেখানে খেলা অ’নিশ্চিত হয়ে পড়েছে এই দাবাড়ুর।
বাংলাদেশ থেকে ফাহাদ ছাড়াও গ্র্যান্ডমা’স্টার জিয়াউর রহমান ও তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া এবং মেহেদী হাসান প’রাগেরও খেলার কথা ।
ফাহাদ ছাড়া বাকি তিনজনের-ই ভিসা মিলেছে। ফাহাদ এখনও অপে’ক্ষায় আছেন।






যদিও আগামী ১৫ আগস্ট টিকিট কে’টে রেখেছেন তিনি। বাং’লা ট্রি’বিউনকে ফাহাদ বলেছেন, ‘আমার এখনও ভিসা হয়নি। আরব আমিরাতে দুটি টুর্নামেন্ট রয়েছে।
সেখানে খেলতে পারলে জিএম ন’র্ম প্রাপ্তির সুযোগ রয়েছে। এখন অন্যদের ভিসা হয়েছে। তবে আমি এখনও আ’শা ছাড়ছি না।’






দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের প্রত্যাশা, ‘আশা করছি দুয়েকদিনের মধ্যে ফাহাদের ভিসা হয়ে যাবে। একটু সময় লাগছে। এ নিয়ে দু’শ্চিন্তার কিছু নেই।’