অনেকেই জানতে চান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট যা ১২৫ দিরহামের তা কি চালু হয়েছে। মূলত ৪৮ পৃষ্ঠার ই- পাসপোর্ট ইস্যু মাত্র ২ সপ্তাহ বন্ধ ছিল৷






সাধারণ পাসপোর্টের বেলায় ৫ বছরের ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট করতে লাগে ১২৫ দিরহাম এবং ১০ বছরের জন্য ২০৫ দিরহাম৷ কোন মাধ্যম নয় নিজের পাসপোর্ট নিজে গিয়ে দূতাবাস ও কনস্যুলেটে করে আসুন৷
১০ বছরের ই-পাসপোর্ট করতে যা যা লাগবেঃ
বার্থ সার্টিফিকেট/ বিডি ভোটার আইডি লাগবে । (Birthসার্টিফিকেট / Bdভোটার আইডি পাসপোর্টের সাথে (* নাম * বাবার নাম) একই রকম হবে , যেমন.. Id তমো: Passport মোহাম্মাদ হলে Id/ B. certificates সংশোধন করতে হবে ।






আরো পড়ুনঃ আরব আমিরাতের ফুজিরায় কালকের বৃষ্টিতে এই অবস্থা হয়।অনেক গাড়ি ভেসে নিয়ে যায়।অনেক ঘর বাড়ি/ব্যবসায় প্রতিষ্ঠানের মারাত্বক ক্ষতি হয়।
সেনাবাহিনীর সহায়তায় অনেককে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।জনগণকে বাহিরে না থেকে ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।অনেক সরকারি কর্মকর্তাকে বাসায় অবস্থান করে অফিস করতে বলা হয়েছে।
You must log in to post a comment.