অনেকেই জানতে চান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট যা ১২৫ দিরহামের তা কি চালু হয়েছে। মূলত ৪৮ পৃষ্ঠার ই- পাসপোর্ট ইস্যু মাত্র ২ সপ্তাহ বন্ধ ছিল৷






সাধারণ পাসপোর্টের বেলায় ৫ বছরের ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট করতে লাগে ১২৫ দিরহাম এবং ১০ বছরের জন্য ২০৫ দিরহাম৷ কোন মাধ্যম নয় নিজের পাসপোর্ট নিজে গিয়ে দূতাবাস ও কনস্যুলেটে করে আসুন৷
১০ বছরের ই-পাসপোর্ট করতে যা যা লাগবেঃ
বার্থ সার্টিফিকেট/ বিডি ভোটার আইডি লাগবে । (Birthসার্টিফিকেট / Bdভোটার আইডি পাসপোর্টের সাথে (* নাম * বাবার নাম) একই রকম হবে , যেমন.. Id তমো: Passport মোহাম্মাদ হলে Id/ B. certificates সংশোধন করতে হবে ।






আরো পড়ুনঃ আরব আমিরাতের ফুজিরায় কালকের বৃষ্টিতে এই অবস্থা হয়।অনেক গাড়ি ভেসে নিয়ে যায়।অনেক ঘর বাড়ি/ব্যবসায় প্রতিষ্ঠানের মারাত্বক ক্ষতি হয়।
সেনাবাহিনীর সহায়তায় অনেককে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।জনগণকে বাহিরে না থেকে ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।অনেক সরকারি কর্মকর্তাকে বাসায় অবস্থান করে অফিস করতে বলা হয়েছে।