সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ রাসেল নামে ফটিকছড়ির এক প্রবাসী স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন৷ তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে থাকতেন !






(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকালে আজমান খলিফা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
ফটিকছড়ির জাফতনগরের জাহানপুর গ্রামের নাছির মুহাম্মদ বাড়ীর মরহুম আব্দুল মোতালেবের ছেলে রাসেল। পরিবারের ৩ ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়।






রাসেল শুরুতে আমিরাতের আল আইনের বাংলা বাজারের আল-আমিন হোটেল সংলগ্ন বাংলাদেশ মোবাইল ফোন শপ নামে একটি মোবাইলের দোকানে চাকুরী করতো।
পরবর্তী দেশে এসে রাসেল বিয়ে করেন, তার সংসার জীবনে ফুটফুটে এক মাত্র কন্যা সন্তান রয়েছে। রাসেলের কন্যাটি বাবা ডাকটি ভালোভাবে বুঝার আগেই বাবাকে হারালো।






রাসেল ভাগ্য পরিবর্তন করতে আমিরাতের দুবাই পাড়ি জমান, কিন্তু আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে অল্প বয়সেই চলে গেলেন না ফেরার দেশে।
আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।