সাত-সাতটি মহাদেশ রয়েছে পৃথিবীতে। রয়েছে অতলান্ত সমুদ্র, মহাসাগর, রয়েছে অজানা অরণ্যের ইতিকথা। সেখানে কত জানা-অজানা জীবের বাস, কত কিছু, তার কতটুকুই বা আমরা জানি?






পৃথিবীতে কত সংখ্যক প্রাণী যে রয়েছে, তার সামান্যটুকুও হয়ত আমরা জেনে উঠতে পারিনি।
যতটুকু জানতে পেরেছি, তাদের কেউ হয়ত অতি সাধারণ তৃণভোজী, কেউ আবার মাংসাশী, কেউ বা মারাত্মক হিংস্র। আর হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে উঠে আসে বাঘ-
সিংহ জাতীয় প্রাণীর কথা। কিন্তু সত্যিই কি তাই?






বাঘ-সিংহের মতো প্রাণীরাই কি এই বিশ্বের হিংস্র প্রাণীদের তালিকায় শীর্ষে? বাস্তব কিন্তু তা বলছে না, বরং পৃথিবীর সবচেয়ে হিংস্র পাঁচ প্রাণীর তালিকা
দেখলে চমকে ও অবাক হয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না। অনেকেই হয়ত জেনে বলবেন, এমনও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। পৃথিবীর সবচেয়ে পাঁচ হিংস্র প্রাণীর তালিকা রইল, জানুন আর অবাক হোন, আর হ্যাঁ অতি অবশ্যই সাবধানে থাকুন।