বিমান বাংলাদেশ এয়ারলাইনস বলেছে, সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে পুরস্কার দেয়ার নামে কিছু অসাধু চক্র বিভিন্ন মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে।






গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ বিজ্ঞপ্তি পাঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইদানীং লক্ষ করা যাচ্ছে, কিছু অসাধু চক্র বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫০ বছর পূর্তি উপলক্ষে পত্রিকা, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ অন্যান্য মিডিয়ায় বিমানের লোগো ব্যবহার করে পুরস্কার বিতরণের বার্তা দিচ্ছে। এ বিষয়ে বিমানের কোনো সংশ্লিষ্টতা নেই।’
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানের নাম ও লোগো ব্যবহার করে পুরস্কারের বার্তায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।






নিউজজি/জেডকে