বিবাহবিচ্ছেদ না করেই প্রেমিকের হাত ধরে পালিয়েছেন এক দুবাই প্রবাসীর স্ত্রী। যাওয়ার সময় নিয়ে গেছেন নিজের সাত বছরের ছেলেকে। ওই ছেলেকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই প্রবাসী।






এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারীতে। গত ১৭ জুলাই চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় অভিযোগ করেন ওই প্রবাসী (৪২)।
অভিযুক্তরা হলেন প্রবাসীর স্ত্রী (২৬) ও কথিত প্রেমিক হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামের করিয়ার দিঘির পাড়ের আবদুল লতিফ উকিলের বাড়ির মৃত দানো মিয়া মিস্ত্রির ছেলে মো. জাহাঙ্গীর (২৫) ও প্রবাসীর শাশুড়ি (৫৫)। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২১ মার্চ তাদের দুজনের বিয়ে হয়।






তাদের সাত বছর বয়সী একটি ছেলে আছে। বাদী দুবাই অবস্থানকালে আসামি জাহাঙ্গীরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তার স্ত্রী। এতে সহযোগিতা করেন প্রবাসীর শাশুড়ি।
একপর্যায়ে গত ১ জানুয়ারি বাদীর বাড়ি থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা ও ১১ ভরি স্বর্ণ নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে পালিয়ে যান ওই নারী।






বিষয়টি সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান বলেন, আসামিদের কাছ থেকে ভুক্তভোগী সাত বছরের শিশুটিকে উদ্ধার করার জন্য ‘সার্চ ওয়ারেন্ট’ জারি করেছেন আদালত।
আগামী ১৫ দিনের মধ্যে শিশুটিকে উদ্ধার করে আদালতে হাজির করতে হাটহাজারী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক।