Breaking News

প্রবাসীদের প্রতি যা আহ্বান করলেন প্রধানমন্ত্রীর

বিদেশ থেকে অবৈধ উপায়ে (হুন্ডি) অর্থ না পাঠাতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ পাঠাতে হলে ব্যাংকের সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পর্যায়ে ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশে আমাদের কর্মরত যারা শ্রমিক আছেন, অর্থ প্রেরণের জন্য তাদের সুবিধা সৃষ্টি করে দিতে হবে। আমরা জানি, অনেক জায়গায় তারা কাজ করেন, যেখানে মানি এক্সচেঞ্জ বা ব্যাংকের সুবিধা পান না। ফলে নির্ভর করতে হয় হুন্ডির ওপর।

এরপর বিদেশে কিছু মানুষ আছে, বিরোধী দলেরও কিছু এজেন্ট আছে, তারা মানুষকে উসকায়, প্রবাসী কর্মীদের নানাভাবে উসকায় যেন ব্যাংকে টাকা না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে পাঠায়। এতে তাদের লাভ হয়। শ্রমিকদের কষ্টার্জিত এই অর্থ, তারাই পকেটস্থ করে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে নিরাপদ থাকে। এক-দুই টাকা কমবেশি হতে পারে। কিন্তু নিরাপদ থাকে।’

এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করতে বলেন সরকার প্রধান।

তিনি বলেন, রপ্তানি নির্ভর বৈদেশিক মুদ্রা অর্জনের দিকে আমাদের গুরুত্বারোপ করতে হবে। আমরা পণ্য যেমন উৎপাদন করব পাশাপাশি পণ্যের নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

About qwcuy

Hi I am Michael Baxter I am a professional writer

Check Also

How to Apply Student Visa in Malaysia from Bangladesh 2023

All Bangladeshi students will need a valid Student Pass and Visa to study in Malaysia. …

Leave a Reply