Breaking News

পূর্ণিমার নজরকাড়া ছবিগুলো তুলে দেন কে?

তার বয়সের ঘরে যুক্ত হয়েছে ৪০টি বছর। বিয়ে করেছেন, সন্তানের মা হয়েছেন। সিনেমায় তুমুল জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেছেন। সেই ক্যারিয়ারের বয়সও ছুঁয়েছে দুই যুগ।

কিন্তু বছর, বয়সের এসব হিসাবের তোয়াক্কা করেন না তিনি। রূপ-লাবণ্যের জাদুতে সবকিছুকে যেন নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন।

বলছি জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার কথা। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যায়, নজরকাড়া ছবিতে ভক্তদের মাতিয়ে রেখেছেন। গত কয়েক বছর ধরে আগের চেয়ে আরও বেশি রূপবতী হয়ে ফেসবুকে ঝড় তুলছেন এ নায়িকা।

শনিবার (১ জানুয়ারি) নতুন বছর উপলক্ষে তিনটি ছবি পোস্ট করেছেন পূর্ণিমা। সেখানে দেখা গেছে, সমুদ্রের তীরে কোনো রিসোর্টে বসে রয়েছেন নায়িকা। তার পরনে রয়েছে টি-শার্ট ও ট্রাউজার। ছবিতে পূর্ণিমাকে কতখানি মোহনীয় দেখাচ্ছে, তার প্রমাণ পাওয়া যায় কমেন্ট বক্স ও রিঅ্যাকশনের দিকে তাকালে।

এক দিনের ব্যবধানে তার এই পোস্টে রিঅ্যাকশন পড়েছে ১ লাখ ৫৭ হাজারের বেশি। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। এর মধ্যে সিংহভাগ মন্তব্যেই তার রূপের বন্দনা করা হয়েছে।

সাধারণত অনুসারীদের মন্তব্যের জবাব দেন না পূর্ণিমা। তবে শনিবারের ওই পোস্টে একটি মন্তব্যের বিপরীতে সরব হন নায়িকা। এক অনুসারী মন্তব্য করেন, ‘জানি তো কখনোই যে ছবি তুলে দেয় তাকে দেখা যাবে না।’

এই মন্তব্যের বিপরীতে পূর্ণিমা লেখেন, ‘এই ছবিগুলো আমার মেয়ে তুলে দিয়েছে।’ ওই অনুসারীসহ অন্যরাও মুহূর্তে অবাক হয়ে যান নায়িকার মন্তব্য দেখে।

প্রসঙ্গত, পূর্ণিমা অভিনীত নতুন একটি সিনেমা মুক্তি পেয়েছে গত ৩১ ডিসেম্বর। সিনেমার নাম ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেছার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি কেবল বগুড়ার মধুবন সিনেমা হলে মুক্তি পেয়েছে।

About qwcuy

Hi I am Michael Baxter I am a professional writer

Check Also

How to Apply Student Visa in Malaysia from Bangladesh 2023

All Bangladeshi students will need a valid Student Pass and Visa to study in Malaysia. …

Leave a Reply