Breaking News

না ফেরার দেশে চলে গেলেন আমিরাত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা

না ফেরার দেশে চলে গেল আরব আমিরাত প্রবাসী এক রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ বেলাল ! তিনি দুবাই শহরে থাকতেন। মোহাম্মদ বেলাল গত ১৩ জুন ২০২২ কর্মরত অবস্থাই ব্রেইন স্ট্রোক করলে তাকে দ্রুত দুবাই NMC হাসপাতালে নেওয়া হয় ।

পরে তার অবস্থা অবনতি হলে দুবাই NMC হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় । লাইফ সাপোর্টে চিকিৎসাধিন থাকা অবস্থায় গতকাল ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মোহাম্মদ বেলালের বাড়ি চট্রগ্রাম ফটিকছড়ি নানুপুর সৈয়দপাড়া হাবিলদার ।

এদিকে আরেক রেমিটেন্স যোদ্ধা গত ১৪ আগস্ট রবিবার সিলেটের বালাগঞ্জ উ’পজেলার বাসি’ন্দা জালাল উদ্দিন। পরিবারের হাল ধরতে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত (দুবাই) গিয়েছিলেন। দীর্ঘ ১ যুগ ধরে তিনি সেখানে কাজ করে আসছেন। এর মধ্যে কয়েকবার তিনি দেশে আ’সা-যাওয়া করেন।

রবিবার (১৪ আগস্ট) দেশে আসতে টিকিটও কাটলেও বাসা থেকে বিমানবন্দরে যাওয়ার সময় হৃ’দরো’গে আ’ক্রান্ত হয়ে তিনি মা’রা যান। এক সন্তা’নের জনক জালাল উদ্দিনের ম’রদেহ দেশে আনতে আত্মীয় স্বজনদের সঙ্গে আ’লাপ আলোচনা চলছে বলে জানা গেছে।

রবিবার দুবাইয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় তিনি মা’রা যান। পরিবার সূত্রে জানা যায়, পরিবা’রের হাল ধরতে সি’লেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর জনকল্যাণ মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ রাশিদের ছেলে মোহাম্মদ জালাল উদ্দিন দীর্ঘ ১ যুগ পূর্বে সংযুক্ত আ’রব আমিরাতে যান। সে’খানে গিয়ে কাজ কর্ম করে ভালোভাবেই চলিয়ে যাচ্ছিলেন সংসার।

ফলে মাঝেমধ্যে স্ত্রী-সন্তান ও পরিবারের টানে তিনি দেশেও আসতেন। সর্বশেষ গেল দুই বছর আগে তিনি দেশে এসে’ছিলেন। আবার দেশে আসতে গেল কয়েকদিন আগে বাংলাদেশে আসার টিকিট কা’টেন। তার মধ্যে প্রয়োজনীয় কেনাকাটাও সারেন। রবিবার সকালের ফ্লাইট ধরতে তিনি স্থা’নীয় সময় সকাল সাড়ে ৬টায় বিমানবন্দরে যেতে সকল প্রস্তুতি সম্পন্ন করেন।

এসময় তার ভাতিজা খলকু মিয়াসহ অন্যরা দেশে নিয়ে আসার জন্য লাগেজগুলো গাড়িতে তুলতে ব্য’স্ত হয়ে পড়েন। এমন সময় জা’লাল জুতা পড়তে চেয়ারে বসতে গেলে বুকে ব্য’থা অনুভব করে মাটিতে লু’টে পড়েন। সঙ্গে সঙ্গে ভাতিজাসহ অন্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

রেমিট্যান্সযো’দ্ধা জালাল উদ্দিনের মৃ’ত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ভাতিজা রুনু মিয়া। তিনি বলেন, চাচা প্রায় ১ যুগ আগে দুবাই গিয়েছিলেন। তিনি বছর দুয়েক পরপর দেশে আসতেন। এবারও দেশে আসার জন্য টিকিট কে’টেছিলেন। বিমানবন্দর যাবেন এমন সময় তিনি হৃদরো’গে আ’ক্রান্ত হন।

চি’কিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃ’ত ঘোষণা করেন। জালালের ম’রদেহ দেশে আনা হবে কিনা এ ব্যাপারে তিনি বলেন, আমরা আলাপ আলোচনা করছি। দেখি কি ক’রা যায়।

About qwcuy

Hi I am Michael Baxter I am a professional writer

Check Also

প্রতিদিন কমতে শুরু করেছে বাংলাদেশি টাকায় কাতারি রিয়ালের দাম

আজ কাতারি ১ রিয়ালের বিনিময়ে বাংলাদেশি টাকার রেট ৩০.৪৫ টাকা। মনে রাখবেন, আলজামান এক্সচেঞ্জসহ অন্যান্য …

Leave a Reply