পায়ুপথে বিপজ্জনকভাবে সোনার বার আনতে যেয়ে অবশেষে ধরা পড়লেন এক দুবাই প্রবাসী। মঙ্গলবার সকালে চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে মো. রফিকুল ইসলাম নামে এক দুবাই প্রবাসীকে আটক করেছে শুল্ক






গোয়েন্দা এবং এনএসআই। এসময় তার কাছ থেকে সোনার বারের পাশাপাশি স্বর্ণালঙ্কার এবং আমদানি নিষিদ্ধ সিগারেটসহ জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা সূত্রে জানাগেছে, উক্ত প্রবাসী বিমানবন্দরে নেমে বৈধভাবে আনা দুটিস্বর্ণবারের শুল্ক পরিশোধ করেছিলেন।
তবু তাঁকে কেন যেন সন্দেহ হয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তাদের। পরবর্তীতে তল্লাশি করে ওই যাত্রীর পায়ুপথে আনা আরও দুটি স্বর্ণবার উদ্ধার করেন কর্মকর্তারা। জব্দ তালিকা অনুযায়ী ওই যাত্রীর কাছে মোট ৩৮ লাখ ৬৫ হাজার টাকার পণ্য পাওয়া যায়।






এর মধ্যে ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণবার ও পাঁচটি চুড়ির মূল্য ৩৭ লাখ টাকা। এ ছাড়া দুটি মোবাইল, কসমেটিকস ও খাদ্যপণ্যও জব্দ
করা হয়েছে। জানাগেছে, একজন যাত্রী শুল্ককর পরিশোধ করে বৈধভাবে দুটি স্বর্ণবার আনতে পারেন। প্রবাসীদের সুবিধা দিতে সরকার ব্যাগেজ রুলে এই নিয়ম করেছে। এর বেশি স্বর্ণবার আনার সুযোগ নেই। ওই যাত্রী চারটি স্বর্ণবার আনায়চোরাচালান হিসেবে গণ্য হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।






শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের রাজস্ব কর্মকর্তা তৈয়বুর রহমান জানান, রফিকুল ইসলামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। মঙ্গলবার দুবাই থেকে সকাল ১০টা ৪০ মিনিটে
শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমান বিজি-১৪৮ এর যাত্রী ছিলেন তিনি। এ উদ্ধারের ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।