যাত্রী-সংকটে ঢাকা-বরিশাল আকাশপথে নভোএয়ারের পর এবার ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।






আগে সপ্তাহে পাঁচ দিন নিয়মিত ফ্লাইট চলাচল করলেও এখন থেকে তা কমিয়ে তিন দিন করা হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে আগামী ৫ আগস্ট থেকে।
শনিবার ৩০ জুলাই বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস বরিশালের ব্যবস্থাপক আবু আহম্মেদ।
তিনি বলেন, আগামী ৫ আগস্ট থেকে বাংলাদেশ বিমান সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও রোববার— এই তিন দিন বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় দপ্তর থেকে এমন সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছে।






পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, পদ্ম সেতু চালুর পর ঢাকা-বরিশাল সড়কপথ জনপ্রিয় হয়ে উঠেছে। যাত্রী ধরে রাখতে গত শনিবার থেকে বাংলাদেশ বিমানের ভাড়া ৩২০০ টাকা থেকে কমিয়ে ৩০০০ টাকা করার পরও কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না।
আমাদের বিমানের ৭৪ আসনের অধিকাংশ আসনই ফাঁকা যেত। তাই ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।






প্রসঙ্গত, যাত্রী-সংকটের কারণে ১ আগস্ট থেকে ঢাকা-বরিশাল আকাশপথে চলাচলকারী নভোএয়ার ফ্লাইট পরিচালনা স্থগিতের ঘোষণা দিয়েছে।
এর এক দিন আগে ঢাকা-বরিশাল নৌপথে দিবা সার্ভিস এমভি গ্রিন লাইন-৩ ওয়াটার ওয়েজ রুট পরিচালনা বন্ধ ঘোষণা দেয়। সর্বশেষ এবার ফ্লাইট সংকোচনের ঘোষণা দিল বাংলাদেশ বিমান।
You must log in to post a comment.