আজ ২৪ জুলাই রোজ রবিবার ২০২২, দেখে নিন উপসাগরীয় দেশ কুয়েতে আজ টাকা ও স্বর্ণের সর্বশেষ রেট।
সবসময় মনে রাখবেন টাকা ও স্বর্ণের রেট যেকোন সময় কমতে বা বাড়তে পারে।
আমরা একটি নির্দিষ্ট সময়ের রেট প্রকাশ করে থাকি।
স্বর্ণের রেট (২৪-০৭-২০২২)






Amount Gold Unit Kuwaiti Dinar (KWD)
1 Gram K24 17.400 কুয়েতি দিনার
1 Gram K22 16.750 কুয়েতি দিনার
1 Gram K21 15.230 কুয়েতি দিনার
1 Gram K18 13.050 কুয়েতি দিনার
1 Ounce 541.140 কুয়েতি দিনার
টাকার রেটঃ (২৭-০৭-২০২২)






এক মাস পূর্বেও এক দিনারের বিপরীতে কুয়েত প্রবাসী বাংলাদেশীরা ২৮০ টাকা পেতেন। গতকাল প্রতি দিনারের বিনিময় হার ৩৩৩ টাকা ছাড়িয়ে গেছে।
এক মাসের ব্যবধানে কুয়েতি দিনারের দাম বেড়েছে প্রায় ৫৩ টাকা। এ নিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উচ্ছ্বাস চলছে।
আজ ওয়েস্টার্ন ইউনিয়নে কুয়েতি এক দিনারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৩২৪.১৩ টাকা
দিনার, রিয়ালের মতোই আরব আমিরাতের দিরহাম, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুদ্রার দাম বেড়েছে।
ওইসব দেশে প্রবাসী বাংলাদেশীরা আগের তুলনায় বেশি মূল্যে মানি এক্সচেঞ্জ হাউজগুলোর কাছে মুদ্রা বিক্রি করতে পারছেন।






একই পরিমাণ অর্থ দেশে পাঠালেও দুই মাস আগের চেয়ে অনেক বেশি টাকা পাচ্ছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা। এতে বৈধ চ্যানেলে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশে রেমিট্যান্সপ্রবাহ বাড়তে শুরু করেছে।
গত ২ মাসে ডলারের বিপরীতে বাংলাদেশী মুদ্রার রেকর্ড অবমূল্যায়ন হয়েছে। মে মাসের শুরুতেও প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৮৬ টাকা।
আর গত বৃহস্পতিবার প্রতি ডলার প্রায় ৯৪ টাকায় বিক্রি হয়েছে। ডলারের এ দামের হিসাব বাংলাদেশ ব্যাংকের। যদিও কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত এ দামে দেশের কোথাও ডলার পাওয়া যাচ্ছে না।






মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ১০৪ টাকা দামেও ডলার কিনছে দেশের অনেক ব্যাংক। দেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডও ১০৩ টাকায় রেমিট্যান্সের ডলার কিনছে। স্বল্প সময়ে টাকার এত বড় অবমূল্যায়ন বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম।
বাংলাদেশী টাকার রেকর্ড অবমূল্যায়নের সময়ে ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে উপসাগরীয় দেশগুলোর মুদ্রা। বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এ দেশগুলোর জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
রেকর্ড দরে তেল রফতানি করে চাঙ্গা হয়ে উঠেছে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুদ্রা আগের চেয়ে শক্তিশালী হয়েছে।