কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের টিকিট যারা কিনেছিলেন, তারা এখন চাইলে সেসব বিক্রি করতে পারছেন। তবে এক্ষেত্রে তা হতে হবে ফিফা ওয়েবসাইটের মাধ্যমে।






বর্তমানে ফিফার ওয়েবসাইটে টিকেট পুনরায় বিক্রির সুবিধার্থে একটি অপশন চালু করা হয়েছে।
ফিফার ওয়েবসাইটের চালু থাকা টিকেট রিসেলের অপশনটি আগামী ১৬ আগস্ট কাতারের স্থানীয় সময় ঠিক দুপুর ১২টায় বন্ধ করে দেওয়া হবে। এক বিবৃতিতে এসব তথ্য জানায় ফিফা কর্তৃপক্ষ।
তবে কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হওয়ার আগে আরেকটি টিকেট রিসেল অপশন চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।






যারা অনলাইনে বিশ্বকাপের টিকেট কিনেছেন তারা টিকিট বিক্রির শর্তানুসারে টিকেটগুলো রিসেল করতে পারবেন।
এজন্য প্রথমত ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার তৈরি করা টিকিট অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে হবে। তারপর আপনি পাশের মেনুতে টিকেট রিসেলের একটি অপশন পাবেন।
টিকেট রিসেল অপশনে ক্লিক করে রিসেলের জন্য আপনার কাছে থাকা টিকেটগুলো ফিফার কাছে জমা করতে হবে।






তবে টিকেট রিসেলের ক্ষেত্রে আন্তর্জাতিক গ্রাহক ও কাতারের গ্রাহকদের জন্য আলাদা আলাদা লিঙ্ক রয়েছে। সুতরাং যে যার অবস্থান অনুযায়ী নিজেদের অপশনে গিয়ে টিকেট রিসেল করতে হবে।