কাতারে মা’দক পা’চারের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করেছে এয়ার কার্গো ও প্রাইভেট বিমানবন্দর কাস্টম পুলিশ। কাতারে মা’দক পা’চারের চেষ্টায় বরাবরের মতো স’ক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে একটি দল। মা’দক সংক্রা’ন্তে কাতার সরকারের ক’ঠোরতায় বারবার ব্য’র্থ হয়ে ধ’রা খাওয়ার পরেও কোনোভাবেই কমছে না পা’চারের এই প্রচেষ্টা।






এবারের ধ’রা পড়া চালানে কাতারে প্রচুর পরিমাণে ক্যা’প্টাগন মা’দ’ক পা’চারের চেষ্টা করে একটি চ’ক্র। সোশ্যাল মিডিয়ায় শে’য়ার করা এক ভি’ডিওতে দেখানো হয়, কাঠের প্যালেটে ঘেরা একটি লাইটিং য’ন্ত্রের ভিতরে ক্যা’প্টাগ’ন মা’দ’কগুলো লুকিয়ে রাখা হয়েছিলো।
কাতার কাস্টম পুলিশ জানায়, ১৩.২৫ কেজি ওজনের মোট ৮১ হাজার ৫৬৮টি ক্যা’প্টাগ’ন মা’দক ট্যা’বলে’ট জ’ব্দ করা হয়েছে।পা’চারকা’রীর বি’রু’দ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জ’ব্দকৃত মা’দক ট্যাবলেটসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মা’দকবিরো’ধী অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।






কাতারের জনগণকে অপরা’ধ ও শু’ল্ক আইন ল’ঙ্ঘন মোকাবেলায় ‘কা’ফিহ’ নামক জাতীয় প্রচারাভিযানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে কাস্টমস জেনারেল অথরিটি। ১৬৫০০ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ইমেল করে নি’ষি’দ্ধ পণ্য বা মা’দক চো’রাচা’লান সম্পর্কিত তথ্য দিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে।