কাতারে এখন প্রচন্ড গরম। এই গরমে যাদের গাড়ি নেই, তাদের জন্য কেনাকাটা বেশ কষ্টদায়ক। ফলে সামান্য কিছু র প্রয়োজন হলেও এই রোদে ঘর থেকে বের হতে চান না অনেকে।






আর এমন কঠিন সময়ে সুখবর দিচ্ছে ইন্সটাশপ। এটি কাতারের একটি ফুড ডেলিভারি অ্যাপ।
অ্যাপ কর্তৃপক্ষ সীমিত সময়ের জন্য ফ্রি ডেলিভারি অফার ঘোষণা করেছে।
অ্যাপটির মাধ্যমে কাতারের নামকরা বিভিন্ন হাইপারমার্কেট থেকে সহজেই সব পণ্য অর্ডার করতে পারবেন কাতারের জনগণ।
এসব মার্কেটের মধ্যে আছে আলমিরা, আনসার গ্যালারি, রাওয়াবিসহ অন্য কয়েকটি হাইপার মার্কেট থেকে পণ্য কিনলে ফ্রিতে বাসায় পৌঁছে দেবে ইন্সটাশপ অ্যাপ।






কাতারে বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতে এখানে ক্লিক করুন
কর্তৃপক্ষ জানায়, আগামী পাঁচ দিন কেউ যদি এই অ্যাপের মাধ্যমে কোন পণ্য অর্ডার করে তাহলে সম্পূর্ণ ফ্রী ডেলিভারি দেওয়া হবে।
তাই কেউ যদি ঘরে বসে অল্প সময়ের মধ্যে অর্ডারকৃত পণ্য ফ্রী ডেলিভারিতে হাতে পেতে চান তবে এখনই প্লে-স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের পণ্যটি।
You must log in to post a comment.