কাতারে এখন কাতারি নাগরিক ও বিদেশি মিলিয়ে মোট কত মানুষের বসবাস, সেই হিসাব প্রকাশ করেছে পরিসংখ্যান কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে জানানো হয়, এখন কাতারে মোট বসবাস করছেন ২৬ লাখ ৫৮ হাজার ৩১১ জন মানুষ। এর আগে গত মাসে কাতারে জনসংখ্যা ছিল ২৬ লাখ ৫৭ হাজার ৩৩৩ জন।






জুন ও জুলাই মাসের তুলনায় মে মাসে কাতারে জনসংখ্যা ছিল বেশি। সেসময় কাতারে বাস করতেন মোট ২৮ লাখ ৫২ হাজার ৮৮৬ জন।
ফলে গত জুন মাসের চেয়ে কাতারে জুলাই মাসে জনসংখ্যা বেড়েছে শতকরা ০.৪ ভাগ। আর গত বছর ২০২১ সালের জুলাই মাসের তুলনায় এ বছরের জুলাই মাসে জনসংখ্যা বেড়েছে শতকরা ১১.৭ ভাগ।