বিশ্বজুড়ে বিভিন্ন দেশে জ্বালানি সংকট। তবে কাতারে আগস্ট মাসে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতার সুখবর দিল সরকার। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে জ্বালানি সংকটের এই সময়েও কাতারে বাড়ানো হচ্ছে না তেলের দাম।






ফলে জুলাই মাসের মতো আগস্ট মাসেও আদি পেট্রোল সুপার পেট্রোল ও ডিজেলের দাম একইরকম থাকবে।
ফলে আগস্ট মাসে প্রিমিয়াম (আদি) পেট্রোল প্রতি লিটার বিক্রি হবে ১.৯০ রিয়ালে। যা জুলাই মাসেও ছিল ১.৯০ রিয়াল।
কাতার জ্বালানি কর্র্তৃপক্ষ আরও জানায়, আগস্ট মাসে পেট্রোল সুপার বিক্রি হবে প্রতি লিটার ২.১০ রিয়ালে। জুলাই মাসে যে দাম ছিল, সেই দামে কোনো পরিবর্তন করা হয়নি।






এই নিয়ে মে মাস থেকে চারমাস পেট্রোল সুপারের দামে কোনো পরিবর্তন করা হয়নি।
একইভাবে অপরিবর্তিত রয়েছে ডিজেলের দামও। জুলাই মাসের মতো আগস্ট মাসেও ডিজেল বিক্রি হবে ২.০৫ রিয়ালে।