প্রায় আ’ড়াই বছর পর শুরু হতে যাওয়া ঢাকা-ব্যাংকক রুটে ‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’ এর আকর্ষণীয় অফার দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।






আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে পাঁচ দিন ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লা’ইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
যাত্রা শুরুর প্রথম দিন থেকেই বাংলাদেশি পর্যটকদের দুটি টিকিট কিনলেই ২ রাত হোটেল ফ্রি অফারটি দিচ্ছে বেসরকারি এই বিমান সংস্থা। এ অফার ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সে’লস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।
অফারটি ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত থাকবে। অফারের অন্তর্ভূ’ক্ত হোটেলগুলোর মধ্যে রয়েছে ম্যানহাটন সুকুমভিত, অ্যাম্বাসেডর হোটেল, গ্র্যান্ড প্রেসিডেন্ট হোটেল।






প্যাকেজের নূন্যতম খরচ জনপ্রতি ৩৮ হাজার টাকা। তবে অফারটি প্রাপ্ত বয়স্ক দুই জন পর্যট’ক এর জন্য প্রযোজ্য হবে। এছাড়া, প্যাকেজে বুফে ব্রেকফা’স্ট অন্তর্ভূক্ত রয়েছে।
শর্তসাপেক্ষে অতিরিক্ত রাত ও বাচ্চাদের জন্য প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে। ‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’ অফারটি মালদ্বীপের রাজধানী মালে ও কক্সবাজারে পর্যটকদের মধ্যেও সা’ড়া জাগিয়েছে।






মালদ্বীপ ও কক্সবাজারে অফারটি সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত রয়েছে। মালে ও কক্সবাজারে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ অফারে ভ্রমণ করা যাবে। এ অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে ইউএস-বাংলার সব সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে।