Breaking News

আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই আয়োজিত বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিরসনে প্রবাসীদের ভাবনা ও করণীয়

গোলটেবিল বৈঠক বিষয় : বৈশ্বিক অর্থনৈতিক সংকট : প্রবাসীদের ভাবনা ও করণীয়

আয়োজক : বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই

যে বিষয়গুলো আলোচনায় এসেছে –

১. রেমিট্যান্স পাঠাতে মোবাইল অ্যাপ তৈরি বা ব্যবস্থা গ্রহণ।

২. কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু। প্রবাসে থাকা শ্রমিকদের দক্ষতা বাড়াতে সহায়তা করা।

৩. দেশ থেকে প্রশিক্ষণ প্রদান করে দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন শ্রমিক বিদেশে প্রেরণ করা।

৪. সাধারণ প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে ফি মওকুফ করা।

৫. রেমিট্যান্সের উপর প্রণোদনা ৪ শতাংশ উন্নীত করা।

৬. বন্ডের লভ্যাংশ বৃদ্ধি করা।

৭. দেশ থেকে আমদানীকৃত পণ্য পুনঃরপ্তানির সুযোগ তৈরি করা।

৮. অবৈধ হুন্ডি ( বিকাশ) প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে চিহ্নিত ও তালিকাকরণ।

১০. জনতা ব্যাংকের ঋণ পরিশোধ করা। ব্যাংকিং সেবা আরো সহজে সাধারণ প্রবাসীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ।

১১. বিমানের টিকিটের মূল্য কমাতে পদক্ষেপ গ্রহণ করা। বাংলাদেশ বিমানের সাথে অন্যান্য বিমান সংস্থার সেবার মানের সামঞ্জস্যতা তৈরি ও যাত্রী সুবিধা বাড়ানোর ব্যবস্থা গ্রহণ।

১২. পেনশন চালু।
১৩. ক্যাপিটাল মার্কেট তৈরি করা।
গোলটেবিলে যারা আলোচনায় অংশ নিয়েছেন-
———————
সভাপতিত্ব : শিবলী আল সাদিক, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই
পরিচালনা : কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই

প্রধান অতিথি –

১। বিএম জামাল হোসেন, কনসাল জেনারেল, বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাত
মূল প্রবন্ধ পাঠ –

২। কামরুল হাসান, কমার্শিয়াল কাউন্সিলর, বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাত
আমন্ত্রিত অতিথি-

৩। সৈয়দ আশফাকুল হক, নির্বাহী সম্পাদক, দ্য ডেইলি স্টার

৪। মাহাতাবুর রহমান নাসির সিআইপি, চেয়ারম্যান, এনআরবি ব্যাংক ও আল হারামাইন গ্রুপ

৫। সাকিয়া সুলতানা, রিজিওনাল ম্যানেজার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দুবাই ও উত্তর আমিরাত।

৬। আব্দুল মালেক, ব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংক, দুবাই শাখা

৭। শওকত আকবর ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংক, শারজা শাখা

৮। গোলাম সাত্তার রনি, সিনিয়র রিপোর্টার, আমাদের সময়

৯। আরিফুজ্জামান মামুন, সিনিয়র রিপোর্টার, আমাদের সময়

১০। মহিউদ্দিন জামান, সাবেক ব্যাংক কর্মকর্তা

১১। মফিজুর রহমান পিংকু, আইটি ম্যানেজার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

১২। আইয়ুব আলী বাবুল সিআইপি, কমিউনিটি নেতা

১৩। নওশের আলী, কমিউনিটি নেতা

১৪। প্রকৌশলী এস এ মোরশেদ, বিশিষ্ট ব্যক্তি

১৫। নেসার রেজা খান, বিশিষ্ট ব্যক্তি

১৬। নাদিয়া নিপা খান, ব্যবসায়ী

১৭। এ কে আজাদ, ব্যবসায়ী

১৮। কাজী মোহাম্মদ আলী, সংগঠক

১৯। আনসারুল হক, সংগঠক

সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নিয়েছেন-

২০. যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ

২১. সাংগঠনিক সম্পাদক আবুদল্লহ আল শাহীন

২২. প্রচার সম্পাদক শাহজাহান

২৩. তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসতিয়াক আসিফ
আরও উপস্থিত ছিলেন –

২৪. সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ

২৫. সদস্য ওসমান চৌধুরী

২৬. নওশের আলম সুমন

২৭. জাসেদুল ইসলাম

২৮. এস এম শাফায়েত

২৯. মোহাম্মদ নিয়াজ
——————
১৮ আগস্ট ২০২২ ইং
আজমান, সংযুক্ত আরব আমিরাত

About qwcuy

Hi I am Michael Baxter I am a professional writer

Check Also

How to Apply Student Visa in Malaysia from Bangladesh 2023

All Bangladeshi students will need a valid Student Pass and Visa to study in Malaysia. …

Leave a Reply