Breaking News

আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা এন আইডি কার্ড এবং দ্রুততার সাথে ই-পাসপোর্ট পেতে চান !

সংযুক্ত আরব আমিরাতে থাকা ২ টি বাংলাদেশ মিশনের মাধ্যমে ন্যাশনাল আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) পেতে চান প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া প্রবাসীরা ই-পাসপোর্ট সেবা খুব দ্রুততার সাথে সম্পন্ন করারও দাবি জানান।

আমিরাতের স্থানীয় সময় ৬ আগস্ট শনিবার রাতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই’ আয়োজিত এক সভায় সাংবাদিকদের কাছে এসব দাবি তুলে ধরেন প্রবাসীরা। আমিরাতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

ঐ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটির শারজার একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শিবলী আল সাদিক।

সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, সদস্য খোরশেদ আলম জাসেদ, এসএম শাফায়েত ও ইমদাদুল হক।

সভায় প্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রয়োজনে এখন জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা পরিচয়পত্র পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন।

সরকার বেশ কয়েক দফায় উদ্যোগ গ্রহণ করলেও দৃশ্যমান বাস্তবায়ন এখনও দেখা যায়নি। বাংলাদেশ মিশনের মাধ্যমে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করতে সরকারের কাছে এ দাবি জানাচ্ছি।’

ই-পাসপোর্ট পেতেও অনেক সময় লেগে যাওয়ার অভিযোগ তুলে তারা বলেন, ‘একটি পাসপোর্টের জন্য আবেদন করে পাঁচ থেকে আট মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পরও মিশন থেকে এর সুরাহা দেওয়া হচ্ছে না। এমনকি জানানো হচ্ছে না আদৌ পাসপোর্ট হবে কি হবে না।’

প্রবাসীদের এসব অভিযোগ ও সমস্যার কথা প্রেস ক্লাব নেতারা বাংলাদেশ মিশনের মাধ্যমে সরকারকে জানাবেন বলে আশ্বস্ত করেন।পরে প্রেস ক্লাবের বর্ষপূর্তি আয়োজনে অংশ নেওয়া শৃঙ্খলা ও অভ্যর্থনা কমিটির সদস্যদের প্রশংসাপত্র তুলে দেন সংগঠনের নেতারা।

এসময় ২টি কমিটির সদস্যদের মধ্যে সায়েদুর রহমান খোকন, নাসির উদ্দিন, শবনম আক্তার, শামছুন নাহার স্বপ্না, লিজা রেদোয়ান, সানজিনা জামান কনিকা, উম্মে সাদিয়া, ওসমান চৌধুরী, এমদাদুল্লাহ ও মোহাম্মদ ইদ্রিস উপস্থিত ছিলেন।

About qwcuy

Hi I am Michael Baxter I am a professional writer

Check Also

How to Apply Student Visa in Malaysia from Bangladesh 2023

All Bangladeshi students will need a valid Student Pass and Visa to study in Malaysia. …

Leave a Reply