শুরু হয়েছে লুসাইল সুপার কাপের টিকেট বিক্রি। এই ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে লুসাইল স্টেডিয়ামের। আজ বৃহস্পতিবার ফিফার ওয়েবসাইটে এই টিকেট বিক্রি শুরু হয়। এতে সর্বনিম্ন চল্লিশ রিয়ালে টিকেট কিনতে পারবেন কাতার প্রবাসীরা।






আগে কিনলে আগে পাবেন ভিত্তিতে টিকেট বিক্রি করছে ফিফা। ৯ সেপ্টেম্বর তারিখে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। সাথে থাকবে জমজমাট কনসার্ট। খেলা শুরু হবে রাত নয়টায়। তবে গেট খোলা হবে বিকাল সাড়ে চারটা থেকে।
টিকিট শুধুমাত্র ফিফার ওয়েবসাইটে অনলাইনে বিক্রি করা হবে। স্টেডিয়াম বা অন্য কোনো জায়গায় বিক্রি করা হবে না।ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ফুটবল অনুরাগীদেরকে এখনই কিনে ফেলার পরামর্শ দিই, কারণ টিকেট দ্রুত বিক্রি হয়ে যাবে। টিকেট কেনার জন্য এখানে ক্লিক করুন






সোনার আদলে নির্মিত লুসাইল স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের ধারণক্ষমতা রয়েছে। আগামী ২০ নভেম্বর কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২২তম বিশ্বকাপ আসরের।