আসসালামু আলাইকুম সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী গান সংবাদ শুরুতেই সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইতে অবস্থানরত সকল অবৈধ প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ।






বর্তমানে ভিজিট ভিসা নিয়ে লাখ লাখ মানুষ আরব আমিরাতে পাড়ি জমাচ্ছেন, শুধুমাত্র একটু ভালো থাকার আশায় এবং কাজের আশায় । তবে এখানে এসে বিভিন্ন কারণে কিংবা বিনা কারণে অনেকেই অবৈধ হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে জরিমানা আসতেছে ।
অনেকের বি;রু;দ্ধে আবার মোটা অঙ্কের জরিমানা ইতোমধ্যে চলে এসেছে । যদিও ঈদের কিছুদিন আগে থেকে আউট পাশের একটি সুযোগ আরব আমিরাতে দেয়া হয়েছে । অনেকে আমাদের কাছে জানতে চান আউট পাস কবে নাগাদ শেষ হবে বা সুযোগ কতদিন পর্যন্ত থাকবে ।






যারা এ যাবতীয় প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে বলছি আউটপাস ঠিক কবে নাগাদ শেষ হবে এমন কোন তথ্য কোথাও প্রকাশ করা হয়নি । যারা অবইধ আছেন তাদের কাছে অনুরোধ থাকবে আউট পাশের সুযোগ নিয়ে যত দ্রুত সম্ভব নিজ দেশে চলে যান ।
মনে রাখবেন আউট পাস নিলে আপনি সর্ব মোট ছয় থেকে সাত দিন সময় পাবেন দেশে যাওয়ার জন্য ।এরমধ্যে আপনাকে নিজ দেশে চলে যেতে হবে , আর হ্যাঁ আউট পাস এর জন্য আপনি শুধুমাত্র একবারের জন্য আবেদন করতে পারবেন । ২য় বার আর কোন সুযোগ আউট পাস এর জন্য পাবেন না । এই বিষয়ে আরো জানতে ক্লিক করুন