বর্তমানে NID বা ভোটার আইডি কার্ড আমাদের সবারই দরকার। আজকাল সিম কেনার জন্যও ভোটার আইডি কার্ড দরকার হয়। অনেক সময় অনেকের ফেইসবুক আইডি ভেরিফাই এর জন্যও ভোটার আইডি কার্ড দরকার হয়। আজকের এই আর্টিকেলে আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করবেন এবং আইডি কার্ড এর অনলাইনের কপি কিভাবে নিবেন। চলুন তাহলে শুরু করা যাক।
ভোটার আইডি কার্ড চেক ২০২৩ | আমার ভোটার আইডি কার্ড দেখতে চাই
আমাদের এই পোস্টে আমরা ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৩ খুব সহজ ভাবে দিয়ে দিয়েছি। আপনার যদি ভোটার আইডি কার্ড চেক বা ভোটার আইডি কার্ড সম্পর্কিত কোন প্রশ্ন থাকে তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন। আমরা পোস্ট এর নিচের দিকে ভোটার আইডি কার্ড দেখার নিয়ম ২০২৩ সম্পর্কিত লোকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তাছাড়াও আপনার কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন।
অনলাইনে ভোটার আইডি কার্ড বের করা জন্য প্রথমেই ভোটার আইডি কার্ড চেক করতে হবে চলুন দেখে নিই। কিভাবে ভোটার আইডি কার্ড চেক করবেন।
ভোটার আইডি কার্ড চেক করবেন কিভাবে?| অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন
আপনি যখন আপনার ভোটার তথ্য হালনাগাদ করবেন তখনর আপনার পূরণকৃত ফরমের একটি অংশ আপনাকে দেওয়া হবে। এটির মধ্যে একটি ফরম নম্বর থাকবে তা আপনাকে সংগ্রহ করতে হবে।যদি আপনার ইতিমধ্যেই ভোটার আইডি কার্ড রয়েছে আপনি ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে চাচ্ছেন তাহলে আপনার শুধু আইডি কার্ড নম্বরটি থাকলেই হবে।
দেখতে পারেন:
অনলাইনে আয় করার ২৬ টি উপায়
ফ্রিল্যান্সিং কি? | ফ্রিল্যান্সিং শুরু করার পূর্নাঙ্গ গাইডলাইন
ওয়েবসাইট থেকে আয় করার সহজ উপায় ২০২৩
যাদের ভোটার আইডি কার্ড নেই তারা কীভাবে ভোটার আইডি কার্ড চেক করবে? । ভোটার আইডি কার্ড দেখার নিয়ম
১) প্রথমেই এই লিংকে যাবেন।
২) উপর থেকে ফর্ম নম্বরে ক্লিক করবেন।
ভোটার আইডি কার্ড দেখার নিয়ম
৩) তারপর “এন.আই.ডি অথবা ভোটার নিবন্ধনের ফরম নম্বর ” লিখা বক্সে আপনার ফরম নম্বরটি দিন।
ভোটার আইডি কার্ড দেখার উপায়
৪) জন্মের তারিখ দিন যেটা আপনি হালনাগাদের সময় অর্থাৎ আপনার ভোটার ফরম পূরণের সময় দিয়েছেন।
৫) তারপর ক্যাপচা ফিল আপ করে “ভোটার তথ্য দেখুন ” বাটনে ক্লিক করুন।
তারপরে আপনার ভোটার তথ্য গুলো এমন ভাবে দেখাবে।
এন.আই.ডি কার্ড দিয়ে কীভাবে ভোটার আইডি চেক করবেন? | আমার ভোটার আইডি কার্ড দেখতে চাই সরাসরি
১) এই লিংকে যাবেন
২) উপর থেকে এন.আই.ডি সিলেক্ট করবেন।
ভোটার আইডি কার্ড দেখার উপায় ২০২১
তারপরে উপরোক্ত নিয়ম গুলো অনুসরণ করে আপনার ভোটার আইডি তথ্য চেক করতে পারবেন।
আসা করি এখন ” নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে” এই সম্পর্কিত কোন প্রশ্ন থাকবে না।
কিভাবে ভোটার আইডি অনলাইন কপি ডাউনলোড করবেন? | নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে
ভোটার আইডি অনলাইন কপি ডাউনলোড বলতে ভোটার আইডির স্ক্যান কপি ডাউনলোড করাকে বোঝায়।বর্তমানে আমাদের যেকোন জায়গায় যেকোন সময় ভোটার আইডি প্রয়োজন হতে পারে।কিন্তু ভোটার আইডি কার্ড আমাদের সাথে সবসময় না থাকতেও পারে।
তাই যদি মোবাইলে ভোটার আইডি ডাউনলোড করে রাখেন তাহলে বিশেষ প্রয়োজনে তা অনেক কাজে দিবে। আবার অনেকেই ভোটার আইডির জন্য হালনাগাদ বা রেজিষ্ট্রেশন করে রাখেন কিন্তু তাদের কার্ড আসতে অনেক দেরি হয়।
এক্ষেত্রে তারাও মোবাইলে ভোটার আইডির অনলাইন কপি ডাউনলোড করে তাদের যাবতীয় কাজ করতে পারবেন।তাহলে চলুন দেখে আসি কিভাবে ভোটার আইডির অনলাইন কপি ডাউনলোড করবেন।
ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড এর জন্য চারটি স্টেপ ফলো করতে হবে।
রেজিষ্ট্রেশন
মোবাইল ভেরিফিকেশন
লগ ইন
ডাউনলোড
ভোটার আইডির অনলাইন কপি ‘র জন্য রেজিষ্ট্রেশন
১) প্রথমে এই লিংকে যাবেন→ https://services.nidw.gov.bd/registration
২) তারপরে “রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে চাই” লিখায় ক্লিক করবেন।
অনলাইনে ভোটার আইডি কার্ড দেখার উপায় ২০২১
৩) তারপরে এমন ইন্টারফেস দেখবেন।
অনলাইনে ভোটার আইডি কার্ড দেখার উপায়
৪) রেজিষ্ট্রেশন করুন লিখায় ক্লিক করবেন।
৫)তারপরে এমন একটি ফরম আসবে আপনার সামনে।
অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায়
৬) এখানে প্রথমে আপনার ভোটার আইডি নম্বর দিতে হবে।যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে তাহলে ওখান থেকে দিবেন। যদি ভোটার আইডি কার্ড এখনো না পান তাহলে ভোটার আইডি কার্ড চেক করার সময় ওখানে আপনার ভোটার তথ্যে আইটি নম্বর দেওয়া ছিল ওখান থেকে সংগ্রহ করবেন।
৭) তারপর আপনার মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস দিবেন।
৮) আপনার স্থানীয় ঠিকানা বর্তমান ঠিকানা সকল কিছু ঠিকঠাক বসিয়ে নূন্যতম ৮ অক্ষর এবং সর্বচ্ছ ১২ অক্ষরের একটি কঠিন পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা ফিল আপ করবেন এবং রেজিস্ট্রার লিখায় ক্লিক করবেন।
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায়
প্রথম ধাপ শেষ। এখন পরবর্তী ধাপ।
ভোটার আইডির অনলাইন কপি ‘র জন্য মোবাইল ভেরিফিকেশন
১) তারপরে আপনার সমনে এমন একটি ইন্টারফেস আসবে।
ভোটার আইডি কার্ড দেখার নিয়ম ২০২১
২) আপনি যেই নম্বরটি দিয়েছেন ঐ নম্বরে একটি কোড গিয়েছে যা এই খানে দিতে হবে।এক্ষেত্রে কোড যেতে একটু সময় লাগতে পারে।
৩) কোড দেওয়ার পর “রেজিস্ট্রার লিখায় ক্লিক করুন।
এই ধাপ শেষ এখন আসা যাক সর্ব শেষ ধাপে
ভোটার আইডির অনলাইন কপি ‘র জন্য লগ ইন
আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে।
ভোটার আইডি কার্ড চেক
১)এখানে আপনি এনআইডি নম্বর, জন্মতারিখ, পাসওয়ার্ড দিবেন (আগের স্টেপে যেই পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন সেটিই দিবেন)
২)তারপর ভেরিফিকেশন কোর্ড ইমেইলে নাকি মোবাইল পাঠাবে তা সিলেক্ট করতে হবে।
৩) তারপর ক্যাপচা ফিল করে ” সামনে” লিখায় ক্লিক করবেন।
তারপরে এমন একটি ইন্টারফেস দেখবেন। আপনার মোবাইল /ইমেইলে একটি কোড পাঠানো হবে তা এই জায়গায় বসাকে হবে। তারপর “লগ ইন ” লিখায় ক্লিক করবেন।
ভোটার আইডি কার্ড চেক করার উপায়
ভোটার আইডির অনলাইন কপি ডাউনলোড
লগ ইন করার পর এমন ইন্টারফেস আসবে। ওখান থেকে “ডাউনলোড ” বাটনে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে।
কিভাবে ভোটার আইডি কার্ড চেক করব
এভাবেই অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন।
স্মার্ট কার্ড চেক এবং স্মার্ট কার্ড ডাউনলোড| আমার ভোটার আইডি কার্ড দেখতে চাই
বর্তমানে ভোটার আইডি কার্ডকে রূপান্তরিত করে স্মার্ট কার্ড করা হয়েছে। স্মার্ট কার্ড হলো এমন একটি কার্ড যেখানে আপনার ফিনগার প্রিন্ট থেকে শুরু করে চোখের রেটিনা পর্যন্ত সব ইনফরমেশন থাকবে। এসব ইনফরমেশন ছোট একটি সিম কার্ডের মতো যন্ত্রে থাকে যেটি আপনার আইডি কার্ডের সাথে সংযুক্ত থাকবে।
কাজেই এই স্মার্ট কার্ডটির হার্ড কপিই রয়েছে। কোন সফ্ট কপি কিংবা স্ক্যান কপি নেই। তাই স্মার্ট কার্ড অনলাইনে ডাউনলোড করা যাবে না।
দেখতে পারেন:
২০২৩ সালের জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোর তালিকা
ব্লগিং কি? কিভাবে ব্লগ খুলে টাকা আয় করবেন?
এফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে এফিলিয়েট মার্কেটিং করে আয় করবেন?
১৮ বছরের নিচে যারা তারা কিভাবে আইডি কার্ড এর অনলাইন কপি বের করবেন?
বর্তমানে ভোটার হালনাগাদের সময় ১৬/১৭ বছর থেকে সকলেই ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারে কিন্তু ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা কেউই তাদের আইডি কার্ড পায় না। অনেকেই এই সময় অনলাইন কপি ডাউনলোড করতে চায় কিন্তু ১৮ বছরের নিচে ভোটার আইডি ডাউনলোড করার পদ্ধতি সম্পূর্ন ভিন্ন তার কারন হলো আপনি যদি ১৮ বছরের নিচে হন তাহলে আপনি সাধারণ নিয়মে আপনার ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন না।
যদি ভোটার আইডি কার্ড চেক করতে না পারেন তাহলে আপনি আপনার এন.আই.ডি নম্বর পাবেন না।কিন্তু ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হলে এন.আই.ডি নম্বর খুব জরুরি। তাহলে চলুন দেখে নিই ১৮ বছরের নিচে হলে কিভাবে এন.আই.ডি নম্বর সংগ্রহ করবেন।
১৮ বছরের নিচে এন.আই.ডি নম্বর সংগ্রহ
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন nid